চিকিৎসাধীন জামায়াত আমিরের খোঁজখবর নিলেন তারেক রহমান

স্বাধীন সংবাদ ডেস্ক: 

চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো একটি প্রতিনিধি দল। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রোববার (৩ আগস্ট) দুপুরে প্রতিনিধি দলটি যান এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তার চিকিৎসা ও শারীরিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের জানান, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং যুগ্ম মহাসচিব ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রতিনিধি দলের সদস্য হিসেবে ইউনাইটেড হাসপাতালে যান। তারা জামায়াত আমিরের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।

হাসপাতাল কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্রে জানা যায়, ডা. শফিকুর রহমান সম্প্রতি হৃদযন্ত্রের জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হন এবং শনিবার তার ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।

বিএনপির প্রতিনিধি দলকে স্বাগত জানান জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। তারা বিএনপি নেতাদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধার এই প্রকাশকে ইতিবাচক বলে মন্তব্য করেন।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ইউনাইটেড হাসপাতালে গিয়ে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনা করেন।

বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের এমন সৌজন্যমূলক যোগাযোগ ভবিষ্যতের রাজনৈতিক সমন্বয় ও কৌশলগত অবস্থান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *