চিন্ময় কৃষ্ণনয়ার জামিন শুনানির আবেদন নাকচ করে দিয়েছে আদালত

কামরুল ইসলাম :

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও হাটহাজারী উপজেলার পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির অনুমতি চেয়ে করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত।

১১ ডিসেম্বর বুধবার অবকাশকালীন চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো.মফিজুল হক ভূঁইয়া বলেন, আইনজীবী রবীন্দ্র ঘোষ আগাম জামিন শুনানির আবেদন করার জন্য চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে মামলা লড়ার কোনও ওকালতনামা দেননি। এছাড়া চিন্ময়ের পক্ষে ওকালতনামা থাকা আইনজীবী শুভাশীষ শর্মা উপস্থিত ছিলেন না। পরে আদালত আইনজীবী রবীন্দ্র ঘোষের করা আবেদন নাকচ করে দেন।
আদালতে উপস্থিত একাধিক আইনজীবী ও আদালত সূত্রে জানা যায়, শুনানিতে প্রায় আড়াইশ আইনজীবী অংশ নেন।

ওই সময় তারা আদালতকে বলেন, আইনে ওকালতনামা ছাড়া শুনানি করার বিধান নেই। এসময় আইনজীবীরা উত্তেজিত হয়ে যান।
তখন আদালত বলেন, জামিন আবেদন শুনানির অনুমতি দেওয়া হয়নি। আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আবেদনে বলা হয়, মিথ্যা ও বানোয়াট মামলায় চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন সন্ন্যাসী। এছাড়া ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত। নিরাপত্তাজনিত কারণে ৩ ডিসেম্বর চিন্ময়ের আইনজীবী শুভাশীষ শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি।

জামিন আবেদনের বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি রবীন্দ্র ঘোষ বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানির দিন ধার্য না থাকলেও এ মামলার ২ আসামির জামিন শুনানির পূর্ব নির্ধারিত দিন ধার্য রয়েছে। গত ৩ ডিসেম্বর নিরাপত্তাজনিত কারণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী শুনানিতে অংশ নিতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *