ছাত্র প্রতিনিধিদের বাকবিতন্ডার ভিডিও ফেসবুকে,প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আলমাস হোসেন:
আশুলিয়ায় ছাত্রপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী যুবলীগ নেতা কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার ভিডিও আওয়ামী লীগের ফেসবুক পেইজে ছড়িয়ে দিয়ে ছাত্রদের হেয় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ছাত্র প্রতিনিধিরা।
সোমবার (২৮জানুয়ারি)  দুপুরে দক্ষিণ গাজিরচট আড়িয়ারা মোড় এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তারা।
এর আগে গত শুক্রবার এখনো আওয়ামী লীগের দখলে আছে ফ্যাক্টারী। এমন তথ্যের ভিত্তিতে আড়িয়ারা মোড়ে অবস্থিত ওই কারখানায় গেলে স্থানীয় আওয়ামী যুবলীগের ক্যাডার বাহিনীর সাথে ছাত্র প্রতিনিধিদের বাকবিতণ্ডা হয়।
ওখানে উপস্থিত কেউ একজন গোপনে সেই বাকবিতণ্ডার ভিডিও চিত্র ধারণ করে আওয়ামী লীগের ফেসবুক পেইজে ছেড়ে দেয়। এরপর ব্যাপক সমালচনার মধ্যে পড়েন ছাত্র প্রতিনিধিরা। এরই প্রতিবাদে সংবাদ সম্মেলনে ডাক দেন তারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, মানারাত ইন্টান্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মারুফ ইসলাম তামীম। তিনি বক্তব্যে বলেন, গত ২৫ জানুয়ারি আমরা একটা তথ্য পাই যে, আড়িয়ারা মোড়ে চায়না মালিকানা একটি কারখানা এখনো আওয়ামী নেতা কর্মীরা দখল করে আছে।
এই তথ্যের ভিত্তিতে আমরা তিনজন ছাত্র প্রতিনিধি ওখানে যাই। গিয়ে দেখি ওটা ফ্যাক্টরী না, ওটা একটা সেট।  যখন আমরা সিকিউরিটির সাথে কথা বলি এসময় এখানকার কয়েকজন যুবলীগের নেতা এবং কর্মী  এসে আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করে। তাদের কাছে আমরা জানতে পারি বিগত দিনে আরো দুইতিন গ্রুপ ছাত্র সমন্বয়কের ভুয়া পরিচয়ে এখানে আসছিল।
কথা-কাটাকাটির একপর্যায়ে তৃতীয় পক্ষ ভিডিও ধারন করে অনলাইনে ভুল ভাবে উপস্থাপণ করে। এজন্য আমরা সামজিক ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি এবং এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করছি।
এসময় উপস্থিত ছিলেন,গণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি  ফাইরু জাহান সৌরভ,নাগরিক কমিটির হৃদয় হাসান,আহান্থি অনু মেঘলা, তৌহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *