জনবাণীর সম্পাদকসহ ৪ সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ

মোঃ আরফাতুল ইসলামঃ

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলামসহ চার সাংবাদিকের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় হাটহাজারীতে সংগঠনের কার্যালয়ে সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে ও দৈনিক জনবাণীর হাটহাজারী প্রতিনিধি মুহাম্মদ আবু নোমানের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাহী সদস্য শ্যামল নাথ, সহ সভাপতি জাহেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল নাথ, সহ-সাধারণ সম্পাদক জাহিদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, অর্থ সম্পাদক আবুল মনছুর, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, প্রচার সম্পাদক এম ওসমান গনি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিমন মুহুরী, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দিন সাইফ প্রমুখ।
এসময় বক্তারা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাংবাদিকদের জাতির বিবেক বলা হলেও তাদের উপর প্রতিনিয়ত হামলা হচ্ছে, নির্যাতন হচ্ছে। মিথ্যা মামলা থেকেও নিস্তার পাচ্ছেন না সাংবাদিকরা। এসময় দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *