জমি জবর দখলের পাঁয়তারা অভিযোগ এনে সংবাদ সম্মেলন

আমির হোসেন, ঝালকাঠি:

ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল এলাকায় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে নিরীহ পৈতৃক সম্পত্তি দখলের পাঁয়তারা, হামলা ও হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগকারী আকাশ বিশ্বাস সুজিত (৪০), পিতা সন্তোষ বিশ্বাস, সাং—নাচনমহল, ৪নং ওয়ার্ড, থানা—নলছিটি, জেলা—ঝালকাঠি। বুধবার (২২ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় নলছিটি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, একই ইউনিয়নের আনোয়ার হাওলাদার (৪৮), পিতা মৃত কাদের হাওলাদার, সাং—কুড়ালিয়া, তার স্ত্রী নাজমা বেগম (সুমা) (৩৮) ও আত্মীয় আবুল কালাম (৬০), পিতা মৃত মুজাহার হাওলাদারসহ আরও কয়েকজন মিলে তার পৈতৃক জমি দখলের চেষ্টা করছে।

আকাশ বিশ্বাসের অভিযোগ, আনোয়ার হাওলাদার একটি ভুয়া নোটারি দলিল তৈরি করে তার পৈতৃক ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চললেও সম্প্রতি তা চরম আকার ধারণ করেছে।

তিনি বলেন, “প্রায় ১৫–২০ দিন আগে আনোয়ার হাওলাদারসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা চালায়। বাধা দিলে আমাদের ওপর প্রাণনাশের হুমকি দেয়। সর্বশেষ গত ৯ অক্টোবর সকাল ১০টা ৩০ মিনিটে তারা আমার বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও মারধরের চেষ্টা চালায়। স্থানীয়রা এগিয়ে এলে তারা প্রাণে মারার হুমকি দিয়ে পালিয়ে যায়।”

তিনি আরও জানান, ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কিন্তু তারপরও আনোয়ার হাওলাদার ও তার অনুসারীরা নিয়মিতভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

আকাশ বিশ্বাসের দাবি, আনোয়ার হাওলাদার অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় প্রভাব খাটিয়ে এলাকায় একধরনের সন্ত্রাসী আধিপত্য বিস্তার করেছিলেন। সেই প্রভাবের ধারাবাহিকতায় এখনো তিনি এলাকায় নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়েছেন এবং সাধারণ মানুষকে হয়রানি করছেন।

বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান আকাশ বিশ্বাস। তিনি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *