মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেংগুরদী এলাকায় সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে মো. কাজী আবু হানিফ মাস্টার ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ১০-১২ জনের একটি ডাকাতদল রান্নাঘরের জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ৩ লাখ ৫৬ হাজার টাকা, আনুমানিক ৬ লাখ ৩০ হাজার টাকার তিন ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন ও দুটি বাটন মোবাইলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ডাকাত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।