জান্নাতী দলের পরিচয়

নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ছহীহ হাদীসের মাধ্যমে সংবাদ দিয়েছেন যে—
ইহুদিরা ৭১ দলে বিভক্ত হয়েছে, নাসারারা বিভক্ত হয়েছে ৭২ দলে, আর উম্মতে মুহাম্মাদী বিভক্ত হবে ৭৩ দলে। এর মধ্যে একটি দল ছাড়া বাকি সব দল জাহান্নামে প্রবেশ করবে।

সে একমাত্র দলটি হলো— যারা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সাহাবিদের সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবে। এই দল দুনিয়াতে বিদআতের পথ থেকে সুরক্ষিত থাকবে এবং পরকালে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে। এটিই সেই সাহায্যপ্রাপ্ত দল (আল-ফিরকাহ আন-নাজিয়াহ), যারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল ও বিজয়ী থাকবে।

বিভিন্ন আলেম এই হাদীসে উল্লিখিত জাহান্নামী ৭২ ফিরকার পরিচয় নির্ধারণের চেষ্টা করেছেন। কেউ কেউ বিদআতীদের পাঁচ ভাগে বিভক্ত করে, প্রতিটি ভাগ থেকে শাখা-প্রশাখা বের করে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর ঘোষিত ৭২ ফিরকার ব্যাখ্যা দিয়েছেন।

অন্যদিকে, কিছু আলেম মনে করেন—এই ফিরকাগুলো নির্দিষ্ট করে বলা উচিত নয়। কারণ, এই সংখ্যা নির্ধারণের পরও বহু মানুষ বিভ্রান্ত হয়েছে, এবং কিয়ামত পর্যন্ত গোমরাহ দল বেড়েই চলবে। তাই তারা বলেন, যেমনভাবে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই বিষয়ে সংক্ষিপ্তভাবে বলেছেন, তেমনি আমাদেরও সংক্ষেপে বলা উচিত।

অতএব, আমরা বলব—এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এর মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে, আর একটি দল জান্নাতে প্রবেশ করবে। আর সেই জান্নাতী দলটি হবে তারা, যারা রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সাহাবিদের আদর্শ ও সুন্নাহ অনুসরণ করবে। অন্যদিকে, যারা তাঁদের পথের বিরোধিতা করবে, তারা ঐ ৭২ জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হবে।

লেখক: আরিফ মাহমুদ
সূত্র: আবু দাউদ (কিতাবুস সুন্নাহ), তিরমিযী (কিতাবুল ঈমান), ইবনে মাজাহ (কিতাবুল ফিতান)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *