নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জামায়াতের মনোনীত প্রার্থীর নির্বাচনী কার্যক্রম তৃণমূল পর্যায়ে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দুয়ায় এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত আটপাড়ায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। তিনি বলেন, “জুলাই আন্দোলনের পর মানুষের মনে যেভাবে জামায়াতে ইসলামীর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে, তা আল্লাহর বিশেষ অনুগ্রহ ছাড়া সম্ভব নয়। কোরআনের সুরা নাসরে বলা হয়েছে, যখন ইসলামের বিজয় আসবে তখন দলে দলে মানুষ ইসলামের দিকে আসবে — তারই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সকল ভয়ভীতি উপেক্ষা করে মাঠে কাজ করতে হবে। বিজয় খুবই নিকটে ইনশাআল্লাহ।”
জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমান সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন, গ্রাম ও কেন্দ্র কমিটি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং করণীয় নির্দেশনা প্রদান করেন।
এ কর্মশালায় বক্তব্য রাখেন নেত্রকোণা-৩ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবির নিয়োগী। তিনি বলেন, “প্রতিটি ঘরে জামায়াতের সালাম পৌঁছে দিন। মানুষ ভোট দিতে প্রস্তুত। সতর্কতার সঙ্গে সকল দায়িত্ব পালন করতে হবে।”
উপজেলা জামায়াতের আমির মাওলানা সাদেকুর রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক বিভাগের সভাপতি ও নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান মাওলানা কামাল উদ্দিন, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুস শাকুর আলম, জেলা তারবিয়াহ টিম সদস্য মাওলানা আব্দুস সাত্তার সিরাজী, জেলা ইউনিট সদস্য আবুল কালাম ও আরিফুর রহমান খান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইফুল ইসলাম এবং উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. রফিকুল ইসলাম প্রমুখ।