কামরুল ইসলাম:
চট্টগ্রামের লোহাগাড়াতে আলোচিত ও পেশাদার দলিল জাল জালিয়াতকারী মুস্তাফিজ গং এর বিরুদ্ধে বিভিন্ন সময়ে অসহায় মানুষের জমির কাগজ পত্র জালিয়াত করে অবৈধ ভাবে জায়গা জমি দখল করার অভিযোগ রয়েছে । এই বিষয়ে জানা যায় মুস্তাফিজ গং বিভিন্ন সময়ে অবৈধ পন্তায় মানুষের জায়গা জমি দখল করে আসছে। উক্ত বিষয়ে মোস্তাফিজ এবং এ এস আই মাহবুব এর বিরুদ্ধে অসহায় মোরশেদের অভিযোগ, মোরশেদ বলেন, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (বেগম মুমিনুন্নিছা খানম) আদালত-১ থেকে গত ১৩/১/২৩ ই তারিখে জামিন পেয়ে পুনরাবৃত্তিতে জমির প্রকৃত মালিককে জমিতে যেতে বাধা ও মারধর সহ জীবন নাশের হুমকি দিচ্ছে মোস্তাফিজ ও তার সাঙ্গ পাঙ্গরা।
জালিয়াতকারি মুস্তাফিজের বিরুদ্ধে চট্টগ্রাম পিবিআই বন্দোবস্তী দলিল জালিয়াতির ও হুমকির সত্যতা পাওয়ায় বাদীর মামলাটি সিনিয়র ম্যাজিস্ট্রেট -২ চটগ্রাম সি আর ৫৬৮/২৩ মামলাটি গ্রহণ করে। পরবতীততে মোস্তাফিজ গং বিস্ময়করভাবে ৪৬৭/৪৬৮/৪৭১/৪৭২ ধারার জালিয়াতি মামলায় জামিন লাভ করে।জামিন পেয়ে আসামীগণ বাদীকে পুনরায় হুমকিসহ জমিতে যেতে বাধা দেয়। আসামীর হুমকির প্রেক্ষিতে লোহাগাড়া থানায় জিডি হলে জিডির তদন্ত কর্মকর্তা এস আই মাহবুব চলমান সি আর মামলা বরাবর গত ২০/৩/২৫ ইং তারিখে আদালতের আদেশ মতে জি.ডি এর তদন্ত প্রতিবেদন প্রদান করেন।
তদন্ত প্রতিবেদনে,লোহাগাড়া থানা পুলিশ বাদীর কোন স্বাক্ষী না নিয়ে বাদী কোন স্বাক্ষী উপস্থাপন করতে পারেনি এবং ঘটনার সতত্য নেই মর্মে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে।এ বিষয়ে এস.আই মাহবুবের সাথে যোগাযোগ করা হলে,বাদীকে না জানিয়ে বাদী কোন স্বাক্ষী উপস্থাপন করতে পারে নাই এটা উল্লেখ করে তার ভুল স্বীকার করে।
বাদী মনজুর মোরশেদ বলেন, আমি মামলার বাদি অতচ আমাকে না ডেকে শুধুমাত্র আসামীদের সাথে কথা বলে এ এস আই মাহবুব মিথ্যা রিপোট প্রদান করে জালিয়াতি চক্রকে প্রশ্রয় দিয়েছে লোহাগাড়া থানার এ এস আই মাহবুব । পুলিশের দূনীতি ও অবহেলায় জন্য ভূমিদস্যুরা লোহাগাড়া থানার এ এস আই মাহবুবের মত কিছু অসাধু কর্মকর্তার কারনে মোরশেদের মত অসহায় মানুষ ন্যায বিচার থেকে বঞ্চিত হচ্ছে আর এই কারণে লোহাগাড়া থানা এলাকায় অরাজকতা সৃষ্টি করছে মোস্তাফিজ গং এর মত অসাধু চক্র । এ বিষয় জানাজানি হলে,লোহাগাড়ায় (চানচল্য) সৃষ্টি হয়।
জালিয়াতি মামলাটি বন্ধ করতে আসামীগণ উঠে পড়ে লাগছে।এলাকার গণ্যমান্য ব্যাকৃতিগণ আসামীদের জাল দলিল করার জন্য শাস্তি দাবি করেন এবং জামিন পাওয়ায় বিস্ময় প্রকাশ করেন।