মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর জেলা বিএনপির সাবেক সংসদ সদস্য ও সাবেক সভাপতি এবং বর্তমান গাংনী-৭৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জননেতা হাজী মোহাম্মদ আমজাদ হোসেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাত করতে গিয়ে অঝরে কেঁদে ফেলেন।
দোয়া মাহফিলে আবেগঘন কণ্ঠে আমজাদ হোসেন বলেন, “বেগম জিয়া আমাকে ২০০৮ সালে ধানের শীষের মনোনয়ন দিয়ে আমার মাথায় স্নেহভরে হাত রেখেছিলেন। আমাকে সন্তানের মতো ভালোবাসতেন। আজ সেই ‘মা’ অসুস্থ। আপনারা সবাই মায়ের জন্য দোয়া করবেন—মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে তোলেন।”
এই কথা বলতে বলতে তিনি আবারও কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, “মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।”
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, সাবেক চেয়ারম্যান বুলবুল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ নাজমুল আলভী (ড্যাফু), জিয়া, ইয়াসিন, কালাম মেম্বার, আরিফ বিশ্বাস ও আসাদুল হক স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় জননেতা আমজাদ হোসেন উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় নিয়মিত দোয়া মাহফিলের আয়োজন করছেন। দিন-রাত সমান তালে গ্রামের পর গ্রাম ঘুরে তিনি মানুষের কাছে দোয়া চেয়ে যাচ্ছেন। তাঁর নেতৃত্বে গাংনী উপজেলা বিএনপির হাজার হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।
দোয়া মাহফিলের এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে আমজাদ হোসেন বলেন, “হে আল্লাহ, আমার জীবনের বিনিময়েও যদি হয়—আপনি আমার মাকে তুলে নেবেন না। প্রয়োজনে আমার জীবন নিয়ে নিন।”
তার এই কান্না ও আবেগে উপস্থিত সবাই গভীরভাবে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেন।