ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী
অদ্য ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাত ১০টাশ নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির সদর উপজেলার বন্দর ঘাট ও চাষাড়া রেলস্টেশনে শীতার্ত, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতের তীব্রতায় যেন কোন অসহায় মানুষ কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শুধু সদর উপজেলাই নয়, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাতেই শীতবস্ত্র বিতরণ করা হবে—যাতে শীতের রাতে কেউই আর অবহেলিত বা অনাদৃত না থাকে।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর, নেজারত ডেপুটি কালেক্টর মো: তারিকুল ইসলাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।