মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শীতের মৌসুমে শীতার্ত, দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর ২০২৫ তারিখে রাত ১০টায় জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির সদর উপজেলার বন্দর ঘাট ও চাষাড়া রেলস্টেশন এলাকায় নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেন।
শীতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেছেন জেলা প্রশাসক। তিনি উদ্বুদ্ধ করেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের যাতে শীতার্তদের মধ্যে দ্রুত ও সুষ্ঠুভাবে শীতবস্ত্র বিতরণ করা যায়।
জেলা প্রশাসক বলেন,
“শীতের রাত যেন কোন অসহায় মানুষ কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। শুধু সদর উপজেলাই নয়, পর্যায়ক্রমে জেলার সকল উপজেলাতেই শীতবস্ত্র বিতরণ করা হবে, যাতে শীতের রাতে কেউই আর অবহেলিত বা অনাদৃত না থাকে।”
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
-
এস এম ফয়েজ উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর
-
মোঃ তারিকুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর
-
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ
অনুষ্ঠানে স্থানীয় দরিদ্র ও অসহায় মানুষরা জেলা প্রশাসকের উদার উদ্যোগকে স্বাগত জানান। তারা বলেন, “এই শীতবস্ত্র আমাদের শীতের রাতগুলোকে আরামদায়ক করে তুলেছে। জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগ আমাদের জন্য অনেক উপকারে এসেছে।”
জেলা প্রশাসনের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি একটি ধারাবাহিক মানবিক উদ্যোগ হিসেবে পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, শীতের প্রভাবে অতি দরিদ্র ও অসহায় মানুষ যেন কোনভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে।
উল্লেখ্য, এই উদ্যোগ শুধু সরকারি সহায়তা বা ত্রাণের অংশ নয়, বরং সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের পাশে প্রশাসনের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি স্থানীয় জনগণকে স্বাস্থ্যবিধি ও নিরাপদ শীতকাল কাটানোর বিষয়ে সচেতন করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।