জোরারগঞ্জ থানায় ২১ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

এন আলম রাসেল চৌধুরী: 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম. আবদুল হালিমের নির্দেশক্রমে এসআই (নিঃ) হান্নাান আল মামুন ও সঙ্গীয় ফোর্স ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় রাত আনুমানিক ৩:৪৫ মিনিটে তিন (৩) নং জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনা পাহাড়ের (৭) নং ওয়ার্ড, দরবারটিলা রোডে, মুক্তিযোদ্ধা দিদারের বাড়ির পিছনের ফাঁকা রাস্তার উপর মোঃ সাজ্জাদ হোসেন ঈফেল (২৩)কে আটক করা হয়। তার পিতার নাম- মৃত মোঃ হানিফ, মাতার নাম- বিবি রহিমা, গ্রাম- নন্দনপুর, জাকির হোসেন কাজি বাড়ি, ২ নং ওয়ার্ড, ৩ নং ইউনিয়ন, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি এম আবদুল হালিম বলেন, “বর্তমান দেশের পরিস্থিতি চুরি, ডাকাতি, মারামারি ও মাদকের বিস্তার যথেষ্ট উদ্বেগজনক। তবে জোরারগঞ্জ থানায় পুলিশ সদস্যরা প্রতিদিনই চুরি, ডাকাতি ও মাদক নিয়ন্ত্রণে কাজ করছে। রাত্রি ও দিবা উভয় সময়ে আমাদের পুলিশ বাহিনী নিয়মিত এলাকায় পেট্রোলিং করছে। প্রতিদিন একজন, দুইজন, পাঁচজন, আটজন কিংবা দশজন করে অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে।”

ওসি আরও বলেন, “এলাকার সচেতন নাগরিকদের সহযোগিতা পেলে পুরো এলাকা থেকে চুরি ও মাদক মুক্ত করা সম্ভব। তাই জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা নিতে হবে।”

জোরারগঞ্জ থানার এই উদ্যোগের ফলে মাদকসহ অপরাধীদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি এলাকার শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *