এন আলম রাসেল চৌধুরী:
চট্টগ্রাম মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার এলাকায় থানা পুলিশের ডিউটি চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম এর নির্দেশক্রমে এসআই (নিঃ) হান্নান আল মামুন সহ সঙ্গীয় অফিসার ও ফোর্স থানা এলাকার বারইয়ারহাট পৌরসভার ২ নং ওয়ার্ড, উত্তরা বাস স্ট্যান্ডের পেছনে ফারাজ স্টোরের সামনে রাস্তার উপর থেকে তিনজনকে আটক করতে সক্ষম হন।
আটককৃত আসামীরা হলো:
১. এনামুল হক রানা (২৪), পিতা: নাছির উদ্দীন, মাতা: স্বপ্না আক্তার মিনা, গ্রাম: পূর্ব জামালপুর মনির ডিলার বাড়ি, ৫ নং ওয়ার্ড।
২. মোঃ সোহেল (৪০), পিতা: সিদ্দিক আহমেদ, মাতা: মৃত বানু বিবি, গ্রাম: দক্ষিণ জামালপুর কাজি বাড়ি, ৫ নং ওয়ার্ড।
৩. মোঃ আল আমিন (২০), পিতা: মৃত নুরুল আমিন, মাতা: সালমা আক্তার, গ্রাম: মোবারক ঘোনা, কালা মিয়া হাজী বাড়ি, ২ নং ওয়ার্ড।
ঘটনার সময়: ১২ অক্টোবর ২০২৫, রাত ২৩:০৫।
তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।