এন আলম রাসেল চৌধুরী :
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন বিভিন্ন সার্বজনীন শারদীয় দুর্গোৎসব মণ্ডপ পরিদর্শন করেছেন উত্তর চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার (সার্কেল-জোরারগঞ্জ) এএসপি নাদিম হায়দার চৌধুরী।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. আবদুল হালিম, থানার তদন্ত ওসি আমিরুল ইসলাম, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টারসহ থানার পুলিশ সদস্য, আনসার সদস্য এবং পূজা মণ্ডপ কমিটির সভাপতি-সচিববৃন্দ।
জোরারগঞ্জ থানার আওতাধীন প্রায় ৫০টি পূজা মণ্ডপের মধ্যে কয়েকটি পরিদর্শন শেষে তিনি জামালপুর কালীমন্দিরে যান। সেখানে পূজা মণ্ডপ কমিটির অনুরোধক্রমে এক সংক্ষিপ্ত বক্তব্যে এএসপি নাদিম হায়দার চৌধুরী বলেন,
“শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সবাইকে শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করতে হবে।”
পরে জোরারগঞ্জ থানার ওসি এম. আবদুল হালিমও বক্তব্য রাখেন। তিনি বলেন,
“পূজা উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। শেষ দিন পর্যন্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে।”