আমির হোসেন:
ঝালকাঠিতে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ পালিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার জেলা প্রশাসকের কার্যালয় ঝালকাঠির সম্মেলন কক্ষে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুর রহমান।
উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. বায়েজিদ ইবনে আকবর এবং ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিলারা খানম, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, ঝালকাঠি।
এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমি ঝালকাঠি ও দ্য হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর সদস্যসহ অন্যান্য অংশীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি জেলা প্রশাসন ঝালকাঠি ও মহিলা বিষয়ক অধিদপ্তর ঝালকাঠির যৌথ উদ্যোগে আয়োজিত হয়।