ঝালকাঠির শ্রেষ্ঠ ইউএনও নজরুল ইসলাম, শ্রেষ্ঠ উপজেলা নলছিটি

আমির হোসেন:

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ঝালকাঠি জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন নলছিটি উপজেলার নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম। একইসঙ্গে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে নলছিটি উপজেলা।

১১ জুলাই (বৃহস্পতিবার) জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও মোঃ নজরুল ইসলামের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক তাপস কুমার।

উল্লেখযোগ্য অবদানের জন্য নলছিটি উপজেলার ইউএনও নজরুল ইসলামকে একজন কর্তব্যপরায়ণ, সৎ, সাহসী, মানবিক ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে আখ্যা দিয়ে বিভিন্ন মানবিক ও নাগরিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *