স্টাফ রিপোর্টার:
ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার ১নং চেচরীরামপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন (আওয়ামী লীগ) এর সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম (ফোরকান) এবং তার কথিত কন্যা ফারিয়া রহমান স্মৃতি-কে ব্যবহার করে কাঁঠালিয়া থানার ওসি মংচেলা একাধিক মিথ্যা মামলা (এফআইআর) দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে।
সূত্রে জানা গেছে, মোঃ নজরুল ইসলাম (ফোরকান) ক্ষমতায় থাকাকালীন সময়ে সমাজসেবা অধিদপ্তরে অর্থ আত্মসাৎ, দালালি, ভাতা দুর্নীতি, জমি দখল ও ছাত্র আন্দোলনে লাঠিচার্জসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এছাড়া, তিনি অতীতের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন—জাতীয় পার্টি, জামায়েত ইসলাম এবং বর্তমানে বিএনপির সঙ্গে।
বিগত ১০–১৫ বছর আগে ভান্ডরিয়া উপজেলার মৃত: সত্তার শিকদারের সংসার ভেঙে তার স্ত্রী মাকুল বেগম ও কন্যা ফারিয়া রহমান স্মৃতি-কে নিয়ে আসেন ফোরকান। অভিযোগ অনুসারে, পরিবারের সম্পত্তি ও অর্থের জন্য তিনি তাদের ব্যবহার করছেন।
বর্তমানে বিএনপির নেতা মোঃ ফারুক তালুকদার ও সাংবাদিক ও জুলাই যোদ্ধা মোঃ রাজিব তালুকদার-কে ফোরকান ও ওসি মংচেলা মিথ্যা মামলায় হয়রানি করছেন। কাঁঠালিয়া থানায় দায়ের করা মামলার নম্বরগুলো:
-
১১/০৮/২০২৫ এফআইআর নং-০৫
-
০২/১০/২০২৫ এফআইআর নং-০১
-
বিজ্ঞ আদালতে মামলা নং-৭৭/২৫ ও ৭১/২৫
বিএনপি নেতা মোঃ ফারুক তালুকদার অভিযোগ করেছেন, “নিষিদ্ধ সংগঠনের সহ-সভাপতি ফোরকান এবং ওসি মংচেলা এখনও আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছেন এবং বিএনপি কর্মী ও সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি চালাচ্ছেন।”
সাংবাদিক ও জুলাই যোদ্ধা মোঃ রাজিব তালুকদার আরও বলেন, “ওসি মংচেলা সুযোগবাদী। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামায়েত—যেখানে সুবিধা, সেখানে সক্রিয়। অভিযোগের কারণে আমাকে এবং অন্যান্যকে বারবার হয়রানি করছেন।”
অভিযোগ অনুসারে, কাঁঠালিয়া থানায় ওসি মংচেলার সঙ্গে স্থানীয় আওয়ামী লীগের যোগাযোগ রয়েছে, এবং তিনি স্থানীয় রাজনৈতিক ক্ষমতার পূর্ণ সমর্থন দিচ্ছেন। বিষয়টি নিয়ে লিখিত কমপ্লেন করা হয়েছে এবং মানববন্ধনের মাধ্যমে মামলা প্রত্যাহারের দাবি উঠেছে।