টঙ্গীতে ৫৬ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে ডেঙ্গু ও এডিস মশা নিধন কার্যক্রম

মোঃ মুজাহিদুল ইসলামঃ

টঙ্গী পূর্ব থানা ৫৬ নং ওয়ার্ডে সপ্তাহব্যাপী মশা নিধন কার্যক্রম পালিত হচ্ছে। গার্লস স্কুল রোড থেকে শুরু করে তিন তলা মসজিদ রোড, মধুমিতা মেইন রোড হয়ে আলাউদ্দিন বাজার, আরিচপুর স্কুল ও শেরেবাংলা রোড পর্যন্ত ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়েছে।

শুক্রবার সকাল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে পুরো সপ্তাহ জুড়ে। ডেঙ্গু ও এডিস মশা নিধনের এই কর্মসূচি পরিচালনা করছেন ৫৬ নং ওয়ার্ড বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন নিরব।

তিনি বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে এলাকাবাসী সকল নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ছিল। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করছে। বর্তমানে একটি অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারা দেশে জনসেবামূলক কাজ করে যাচ্ছে। ইনশাআল্লাহ মানবসেবার এই ধারা অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *