টঙ্গী থেকে অপহৃত শিশু আলিফ ঝিনাইদহে উদ্ধার

মোঃ মুজাহিদুল ইসলাম:


টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে অপহৃত সাড়ে চার বছরের শিশু মোঃ আলিফকে নাটকীয় অভিযানে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে, যারা একটি সংঘবদ্ধ শিশু অপহরণ চক্রের সদস্য বলে প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে।

ঘটনার সূত্রপাত ২৩ মে ২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ১১টায়। আলিফ তার চাচাতো ভাই হোসাইন (৬)–এর সঙ্গে বাবার সেলুনে যায়। কিছুক্ষণ পর রুটি কেনার জন্য ২০ টাকা নিয়ে বাসার উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে আসে না। খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে ওই দিনই পরিবার টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

পরে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, শিশুটি রুটি কিনে ফেরার পথে এরশাদনগর ৪ নম্বর ব্লকের ফুলকলি স্কুলের সামনে একটি বোরকা পরা নারী মিষ্টির প্রলোভন দেখিয়ে আলিফ ও হোসাইনকে অটোরিকশায় তুলে নেয়। কিছুদূর যাওয়ার পর হোসাইনকে নামিয়ে দিয়ে বলে, “তুমি দাঁড়াও, সে মিষ্টি নিয়ে আসছে।” এরপর আলিফকে নিয়ে চক্রটি পালিয়ে যায়।

পরবর্তীতে টঙ্গী পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারায় অপহরণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্তভার পান থানার পুলিশ অফিসার এসআই মো. বায়েজিদ নেওয়াজ।

উচ্চতর পর্যায়ের গোয়েন্দা নজরদারি, তথ্যপ্রযুক্তি ব্যবস্থাপনা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রথমে আশুলিয়া থানা এলাকা থেকে মোঃ কালাম (২০) নামের এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়। তার জবানবন্দির ভিত্তিতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার রাহাড়ী পাড়া গ্রামে অভিযান চালিয়ে নারী সদস্য তাহমিনা ও অপর সদস্য আলামিনকে গ্রেফতার করা হয়। একই সময় তাদের হেফাজত থেকেই শিশুটিকে উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এই সংঘবদ্ধ চক্রটি দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশে অবস্থান করে শিশু অপহরণ করে থাকে এবং পরবর্তীতে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে সেসব শিশু বিক্রি করে। চক্রটির সদস্য সংখ্যা ছয় থেকে সাতজন বলে ধারণা করছে পুলিশ।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, “শিশু আলিফ শারীরিকভাবে সুস্থ রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে আমাদের অভিযান চলমান রয়েছে।”

ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে গাজীপুর অপরাধ দক্ষিণের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন টঙ্গী পূর্ব থানার সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *