টাঙ্গাইলে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শামছুল হকের স্মরণে দোয়া মাহফিল

 টাঙ্গাইল প্রতিনিধি:
বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা এবং টাঙ্গাইল পৌরসভার সাবেক চেয়ারম্যান শামছুল হকের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। (৫ ডিসেম্বর) শুক্রবার বিকালে শহীদস্মৃতি পৌরউদ্যানে শামছুল হক স্মৃতি পরিষদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শামছুল হক স্মৃতি পরিষদের সভাপতি বাবু শ্যামল হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পহেলীসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন।
পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা এবং মরহুম শামছুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *