টাঙ্গাইলে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

উজ্জ্বল মিয়া, টাঙ্গাইল:


সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে টাঙ্গাইলে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। সভাপতিত্ব করেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নুরুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন কনসালটেন্ট (ফিজিওথেরাপি) ডা. মো. ওয়াহিদুজ্জামান, সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি রুহুল আমীন সিরাজী, সিআরডিডি সভাপতি আবরার ইউসুফজাই (তনু)সহ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে মোট ৬৫টি হুইল চেয়ার, ৮টি ট্রাইসাইকেল, ৩টি করে ফোল্ডিং ওয়াকার, কর্নার চেয়ার ও টয়লেট চেয়ার বিতরণ করা হয়। এসব সহায়ক উপকরণ পেয়ে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

আয়োজকেরা জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *