টাঙ্গাইলে শিশু বলাৎকারের দায়ে শিক্ষকে ৫ বছরের কারাদণ্ড

উজ্জ্বল মিয়া:

টাঙ্গাইলে শিশু ছাত্রকে বলাৎকার করার দায়ে মাদ্রাসা শিক্ষককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. কামরুজ্জামান এই রায় দেন।

দণ্ডিত ব্যক্তির নাম মো. হাফিজুল ইসলাম (৩৬)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার বেলটিয়া গ্রামের ময়দান আলীর ছেলে। তিনি টাঙ্গাইল কেন্দ্রীয় গোরস্থান দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ছিলেন।

মামলার রায়ে তাঁকে কারাদণ্ড ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁসুলি খন্দকার মো. রোকনুজ্জামান জানান, দণ্ডিত মো. হাফিজুল ইসলাম ২০১৯ সালের ২৩ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত তাঁর মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক আবাসিক ছাত্রকে ভয়ভীতি দেখিয়ে বলাৎকার করেন। এক পর্যায়ে ওই ছাত্র মাদ্রাসা থেকে পালিয়ে বাসায় চলে যায়। পরে বাবা-মায়ের কাছে বলাৎকারের কথা খুলে বলেন।

পরে ওই ছাত্রের বাবা বাদি হয়ে ২০১৯ সালের ২০ আগস্ট টাঙ্গাইল সদর থানায় শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছর ৩০ সেপ্টেম্বর সদর থানার উপ-পরিদর্শক মো. মনির আহমেদ হাফিজুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। মামলার আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত রায় দেন।

রায় ঘোষণার সময় হাফিজুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়।

প্রসঙ্গত, মামলা দায়েরের পরই হাফিজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরে তিনি জামিনে মুক্তি পান। মামলার পরই তাকে মাদ্রাসা থেকে বরখাস্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *