টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা শুরু

মোঃ মশিউর রহমান:

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে বহুল প্রতীক্ষিত জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে এই সেবা চালু হয়।

হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুসের নির্দেশনায় এ সেবা কার্যক্রম শুরু হয়। বিষয়টি হাসপাতালের সব চিকিৎসক, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, কনসালট্যান্ট, আরপি/আরএস, সহকারী সার্জন, নার্সিং সুপারভাইজার, বিভিন্ন বিভাগের ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও আউটসোর্সিং সুপারভাইজারদের অবগতির জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহে সাত দিন জরুরি বিভাগে সব ধরনের রোগী সার্বক্ষণিক চিকিৎসা সেবা পাবেন। এ উদ্যোগে জেলাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ার পর এতদিন জরুরি বিভাগে চিকিৎসা পাওয়া যেত না। অবশেষে সোমবার থেকে সীমিত পরিসরে হলেও এ সুবিধা চালু হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন। তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ বিষয়ে হাসপাতালের পরিচালক ডা. মো. আব্দুল কুদ্দুস বলেন,
“আমাদের চিকিৎসক ও জনবল সংকট রয়েছে। তারপরও জনস্বার্থে জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু করেছি। আশা করছি, খুব শিগগিরই এখানে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা দেওয়া সম্ভব হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *