টানা ভারি বর্ষণে টেকনাফে প্লাবন, পানিবন্দী লক্ষাধিক মানুষ

সৈয়দ আলম, টেকনাফ:


টানা ভারি বর্ষণের কারণে কক্সবাজারের টেকনাফ উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। উপকূলীয় ও নিচু এলাকাগুলোতে পানির উচ্চতা বেড়ে যাওয়ায় লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে।

বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেন্টমার্টিন, সাবরাং, সদর, হ্নীলা ও হোয়াইক্ষ্যং ইউনিয়নের বিভিন্ন গ্রাম। ঘরবাড়িতে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছে।

অন্যদিকে, টানা বৃষ্টির প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। এতে করে যোগাযোগব্যবস্থা হুমকির মুখে পড়েছে।

এছাড়া বাহারছড়া ও পার্শ্ববর্তী পাহাড়ি এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কাও দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, প্রতি বছর বর্ষা মৌসুমে একই অবস্থা তৈরি হয়, কিন্তু টেকসই সমাধান নেওয়া হচ্ছে না। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং প্রতিরক্ষা বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত এলাকার তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং দুর্যোগ মোকাবেলায় জরুরি সহায়তা পাঠানোর প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *