টেকনাফে বিদেশি অস্ত্র ও নৌকা উদ্ধার করেছে বিজিবি

মোঃ সোহেল :-

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ২০ জানুয়ারি ২০২৫ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ১টি জি-৩ রাইফেল, ১টি কিরিচ এবং ১টি সাম্পান নৌকা উদ্ধার করে।

সম্প্রতি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় নৌপথে মাদকসহ অন্যান্য চোরাচালানের প্রবনতা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় টহল তৎপরতা জোরদার করা হয়। অদ্য ২০ জানুয়ারি ২০২৫ তারিখ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ খুরেরমুখ চেকপোস্টের নায়েক আশারাফের বিশেষ টহলদল খুরেরমুখ চেকপোস্ট হতে আনুমানিক ০৮ কিঃ মিঃ উত্তর দিকে মিঠাপানিরছড়া নামক এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল। অদ্য আনুমানিক ২০,৩০ ঘটিকায়, বঙ্গোপসাগরের কিনারায় মিঠাপানিরছড়া নামক এলাকায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তির সন্দেহজনক গতিবিধি টহল দলের গোচরিভূত হয়। এসময়, বিশেষ টহলদল সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য অগ্রসর হলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকা ও অন্যান্য মালামাল ফেলে দুষ্কৃতকারী দলটি রাতের আঁধারে পালিয়ে যায়। পরবর্তীতে, এলাকাটি ঘিরে রেখে অপরাধীদেরকে ধরতে তল্লাশী কার্যক্রম চালানোর সময় পরিত্যাক্ত নৌকাটির ভিতরে লুকিয়ে রাখা বস্তার ভিতরে ১টি স্বয়ংক্রিয় অস্ত্র (জি-৩ রাইফেল) ও ১টি কিরিচ উদ্ধার করা হয়। এছাড়াও, অবৈধভাবে আগ্নেয়াস্ত্র বহণের দায়ে বর্ণিত সাম্পান নৌকাটিও জব্দ করা হয়। পরবর্তীতে, উক্ত এলাকায় গভীর রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে কোন অপরাধী বা তাদের সহযোগীদেরকে আটক করা সম্ভব হয়নি। দুষ্কৃতকারীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনতে অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান, লেঃ কর্নেল আশিকুর রহমান, পিএসসি অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি।উদ্ধারকৃত মালিকবিহীন সাম্পান নৌকা টেকনাফ শুল্ক গুদামে এবং টেকনাফ মডেল থানায় আলামত হিসেবে কিরিচ এবং জি-৩ রাইফেলটি জমা করে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, বর্ডার গার্ড বাংলাদেশের কক্সবাজার রিজিয়নের, রামু সেক্টরের অধীনস্থ, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *