আব্দুল গফুর কক্সবাজার :
কক্সবাজার টেকনাফে রোহিঙ্গাদের বাসা বাড়া দেওয়ায় অপরাধে বাড়ি’র দুই মালিকসহ ১৩জন রোহিঙ্গা আটক করেছে র্যর্ব১৫ কক্সবাজার আটককৃত তারা সবাই
ক্যাম্পের তালিকাভুক্ত রোহিঙ্গা বলে নিশ্চিত করেছে র্যার্ব, স্থানীয়দের সাথে মিশে ক্যাম্পের নিচ্ছে সকল সুযোগ সুবিধা। কিন্তু বসবাস করছে ক্যাম্পের বাইরে।এবার অবৈধ ভাবে ক্যাম্পের বাইরে বসবাস করা রোহিঙ্গাদেরকে আটক করেছে র্যাব এবং সাথে আশ্রয়দানকারি বাড়ির মালিকসহ ২জনকে
গত ৬ অক্টোবর রাতে টেকনাফ পৌরসভার ৩ নং ওয়ার্ডের কে কে পাড়ার আব্দুল্লাহ ম্যানশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম. ফারুকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আটককৃত আশ্রয়দাতারা হলেন, ৩ নং ওয়ার্ড কে কে পাড়ার মৃত ওমর হামজার পুত্র আব্দুল্লাহ (২৭), অপরজন একই এলাকার মৃত হাসান শরীফের পুত্র মো: ফৈয়াজ (৬৫)। তাদের একজন বাড়ির মালিক, অপরজন কেয়ারটেকার।রোহিঙ্গাসহ আটককৃতদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় প্রেরণ করা হয়েছে বলে প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।