টেকসই বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১৫নং পোল্ডার সি,সি, ব্লকের কাজ ৬০% সম্পন্ন

আব্দুর রশিদ:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে সরজমিনে জানা যায়।টেকসই বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১৫নং পোল্ডারের সি,সি ব্লকের কাজ ৬০% সম্পন্ন হয়েছে।

এ সময় স্থানীয়রা জানান আমাদের শ্যামনগর উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রায়ই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে সম্পদের বিপুল পরিমাণে ক্ষতির পাশাপাশি মানুষের জীবনও কেড়ে নিচ্ছে।জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে উপকূলীয় এলাকায় সরকার বেড়িবাঁধও নির্মাণ করছে। এরপরও দুর্যোগের হাত থেকে রেহাই পাচ্ছে না উপকূলীয় মানুষ। টেকসই বেড়িবাধঁ নির্মাণ করা হলে, প্রবল স্রোত এবং জলোচ্ছ্বাসের হাত থেকে কিছুটা হলে রিয়ায় পাবে।

এই কাজটি নিশানটেক কমলিকেশন লিমিটড কোম্পানি একটি ঠেকাদারি প্রতিষ্ঠান হাতে দিয়েছে, ইতিমধ্যে ৬০% কাজ শেষ হয়েছে, বাকি ৪০% কাজ ২০২৬ অর্থ বছরে কাজটি শেষ,
এমনটাই জানিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানটি, এই কাজটির সর্বমোট বরাদ্দ হয়েছিল ২৩ কোটি টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *