ডেঙ্গু সচেতনতায় নারায়নগন্জ সিটি কর্পোরেশন জনবান্ধব প্রশাসক এর {৭দিন} ব্যাপী মাইকিং প্রচার

মোহাম্মদ হোসেন হ্যাপী, ব্যুরো চিফ

নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন জনবান্ধব প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৭দিন ব্যাপী মাইকিং এর আয়োজন করেছেন। তিনি সিটি কর্পোরেশনের {২৭}টা ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কিছু মূল্যবান বক্তব্য পেশ করেছেন। সম্মানিত এলাকাবাসী ডেঙ্গু একটি মশাবাহিত ভাইরাস। এডিস নামক মশার কামড়ে ডেঙ্গু জ্বর হয়। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বরের জীবাণুর মাধ্যমে এক ব্যক্তি থেকে অপর ব্যক্তিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই রোগ থেকে আমাদের সুরক্ষার একমাত্র উপায় হলো এডিস মশার জন্মস্থল ধ্বংস করা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। এডিস মশা সাধারণত ঘরের ভেতরে ও আশেপাশের জমে থাকা পরিষ্কার পানিতে ডিম পারে।
এডিস মশার বিস্তার রোধে আপনার বাড়ির ভেতর এবং চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ফুলের টপ , ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ইত্যাদিসহ পরিত্যক্ত যে কোনো পাত্রে পানি জমা থাকলে প্রতি তিনদিনের মধ্যে অবশ্যই পরিষ্কার করুন। বাড়ির আঙ্গিনা, ছাদ, বারান্দা, গ্যারেজের কোথাও পানি জমতে দিবেন না এবং জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত পাত্র সরিয়ে ফেলুন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়মিতভাবে সকালে স্প্রে মেশিনের মাধ্যমে লারভিসাইড এবং বিকালে ফগার মেশিনের সাহায্যে অ্যাডাল্টিসাইড প্রয়োগ কার্যক্রম পরিচালনা করে। বিকা লের ফগিং কার্যক্রমে প্রচুর ধোয়া নির্গত হয়, এ ধোয়া থেকে শিশুদের দূরে রাখুন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নিয়োজিত কর্মীদেরকে আপনার বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, ব্যবসা কেন্দ্রের বেসমেন্ট এবং ছাদে মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে সহায়তা করুন। ডেঙ্গু মৌসুমে শরীরের বেশির ভাগ অংশ এবং হাত পা ঢাকা থাকে এমন কাপড় পরিধান করুন। দিনে এবং রাতে বিশ্রাম অথবা ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।
আপনার বাড়ির আঙ্গিনা স্থাপনা, প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে আপনার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সহযোগিতায় মোবাইল কোর্টের মাধ্যমে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেঙ্গু মৌসুমে জ্বর হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্ত পরীক্ষা করুন ও চিকিৎসা গ্রহণ করুন। নগর স্বাস্থ্য কেন্দ্রে স্বল্পমূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে, সেখানে পরীক্ষা করুন। গর্ভবতী মা, নবজাতক শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিন। ডেঙ্গু একটি ভয়াবহ রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই রোগ থেকে আমাদের সুরক্ষা পাওয়ার একমাত্র উপায় হলো এডিস মশার জন্মস্থল ধ্বংস করা এবং পরিবেশকে পরিচ্ছন্ন রাখা। নিজে সচেতন হোন এবং অন্যকে সচেতন করুন। ডেঙ্গু প্রতিরোধে আপনার অংশগ্রহণ-ই পারে, আপনার পরিবার ও নগর নিরাপদ রাখতে। মশার উৎসস্থল ধ্বংস করি, ডেঙ্গু মুক্ত দেশ গড়ি।
আপনাদের সকলের সহযোগিতাই হতে পারে ডেঙ্গু প্রতিরোধ। এই বিষয়ে সহযোগিতা পাওয়ার জন্য সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের পূর্ণ আস্থা দিয়ে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *