স্টাফ রিপোর্টার:
“তারুণ্যের রাজনৈতিক অধিকার” প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী ২৮ মে ঘোষিত ঢাকা বিভাগীয় মহাসমাবেশ সফল করতে ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪/০৫/২০২৫) অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন রাসেল।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক ইঞ্জিনিয়ার হাসান আলী।
সভায় সভাপতিত্ব করেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোসলে উদ্দিন সেকিব।
সঞ্চালনা করেন ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াহিয়া বিন আশরাফ।
সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সম্পাদক লিন্টু মুন্সি, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক আশফাক উদ্দিন আরিফ, সাবেক ছাত্রনেতা ফাইজুর রহমান সুমন,ডেমরা থানার স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান শফিক, ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমজাদ ভান্ডারী।
নেতৃবৃন্দ বলেন, “দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে তরুণদের ভূমিকা অবিস্মরণীয়। তাই তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ে ২৮ মে’র এই বিভাগীয় সমাবেশ হবে একটি ঐতিহাসিক মাইলফলক।”
সভায় থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে সমাবেশ সফল করতে সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। নেতারা বলেন, “এই আন্দোলন শুধু একটি দলের নয়, এটি দেশের ভবিষ্যতের আন্দোলন। তরুণ সমাজই দেশের পরিবর্তনের প্রধান চালিকা শক্তি।”
সভা শেষে দলীয় কর্মসূচি, প্রচারণা এবং মিছিল-মিটিংয়ের মাধ্যমে ২৮ মে’র সমাবেশকে সর্বজনীন রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন সকলে।