ডেরা দুবাইয়ে ‘Alif & Galib Trading L.L.C’-এর শুভ উদ্বোধন, প্রবাসী ব্যবসায়ী আব্দুর রহিম বাবুলের সততা–নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত

মোঃ সোহেল:

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র ডেরা দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো টেক্সটাইলভিত্তিক প্রতিষ্ঠান ‘Alif & Galib Trading L.L.C’। রঙিন আলোকসজ্জা ও আনন্দঘন পরিবেশে নতুন এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের সম্মানিত মালিক মোঃ আব্দুর রহিম বাবুল ও মোঃ সাইদ মোর্শেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক সৈয়দ খোরশেদ আলম, নুরুল ইসলাম, মোঃ মইনুল হোসেন, কাজী নজরুল ইসলাম, মোঃ সুফি মহিউদ্দিন, মোঃ সাইফুল করিম, মোঃ রহিম ও মোঃ সুরব হোসেনসহ প্রবাসী জনসমাজের সম্মানিত ব্যক্তিবর্গ।

আব্দুর রহিম বাবুল: সততা, মানবিকতা ও পরিশ্রমে গড়া এক সফল প্রবাসীর প্রেরণাদায়ী পথচলা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সন্তান মোঃ আব্দুর রহিম বাবুল দীর্ঘদিন ধরে দুবাইয়ে টেক্সটাইল ব্যবসায় যুক্ত। তার কর্মজীবনের প্রতিটি ধাপেই সততা, বিশ্বস্ততা ও গ্রাহকবান্ধব আচরণ তাঁকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে। ব্যবসায়িক জগতে বাবুল শুধু একজন উদ্যোক্তা নন—তিনি প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতীক।

দুবাইয়ের স্থানীয় ব্যবসায়িক মহল থেকে শুরু করে প্রবাসী বাংলাদেশিদের কাছেও বাবুলের একটি পরিচিত নাম—
“যে কথায় থাকে সততা, যার কাজে থাকে আন্তরিকতা।”

**সাধারণ মানুষের ভাষায় বাবুল—

‘ভরসার মানুষ, প্রতিশ্রুতির মানুষ’**

উদ্বোধনের সময় উপস্থিত প্রবাসী সাধারণ মানুষের অনেকেই বাবুল সম্পর্কে তাদের আবেগভরা মতামত ব্যক্ত করেন। কেউ বলেন—

“দুবাইয়ে বাবুল ভাইয়ের মতো সৎ ব্যবসায়ী আজ খুব কম।”

“বাংলাদেশের নাম উজ্জ্বল করতে এমন মানুষই প্রয়োজন।”

“তিনি শুধু ব্যবসায়ী নন, সমস্যায় পড়লে সবার আগে পাশে দাঁড়ান।”

প্রবাসী বাংলাদেশিরা জানান, চাকরি, ভিসা, বাসস্থান বা যেকোনো সমস্যায় বাবুল মানবিক সহায়তা দিয়ে থাকেন। নিজের সাফল্যের পাশাপাশি তিনি সবসময় চেষ্টা করেন—
নিজের এলাকার, নিজের দেশের মানুষের পাশে দাঁড়াতে।

নতুন প্রতিষ্ঠানের লক্ষ্য: মান, সেবা ও আস্থার সমন্বয়ে প্রবাসীদের সেরা টেক্সটাইল কেন্দ্র গড়ে তোলা

‘Alif & Galib Trading L.L.C’-এ থাকবে আরবি ড্রেস, থোব, অ্যাবায়া, পুরুষ ও নারীদের বিভিন্ন দেশীয়-আন্তর্জাতিক পোশাক, যা মান ও দামের দিক থেকে প্রবাসী গ্রাহকদের সেরা পছন্দ হবে বলে আশা ব্যক্ত করেন অতিথিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন—

“যে মানুষ নিজের জীবনে সততাকে ধরে রাখতে পারে, তার ব্যবসাও মানুষের বিশ্বাস অর্জন করে। এই দোকানটি প্রবাসীদের জন্য একটি বিশ্বস্ত কেন্দ্র হয়ে উঠবে।”

ডেরা দুবাইয়ের প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশেও আব্দুর রহিম বাবুল নিজের যোগ্যতা, পরিশ্রম ও সততার মাধ্যমে নতুন উদ্যোক্তাদের কাছে হয়ে উঠেছেন এক অনুকরণীয় দৃষ্টান্ত। তার নতুন প্রতিষ্ঠান প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে—এমনটাই প্রত্যাশা করছেন প্রবাসী জনসমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *