ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) ইকুরিয়া অফিস এলাকা থেকে দালালচক্রের মূলহোতা আমজাদ হোসেন আওয়ামী সরকারের আমলে কেরানীগঞ্জ থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম সামুর ঘনিষ্ঠ সহচর ছিলেন, এবং উপজেলা চেয়ারম্যান শাহিন মিয়াকে প্রতি মাসে ইকুরিয়া বিআরটিএ হতে কম করে হলে ৫ লাখ টাকা তুলে দিতেন শুধু লাইসেন্স বাবত। রয়েছে আরো অন্য খাত, মজার বিষয় হলো আওয়ামী সকল দোসর রা পালালে ও এই আমজাদ খোলস পাল্টে বি এন পি নেতা তথা বিদ্রোহি ইউনিয়ন মেন্বার সেলিম সাহেব কে ম্যানেজ করে এখনো বি আর টি এর ঢাকা জেলা বোর্ডে, গেটিস হয়ে অঢেল টাকা কামাচ্ছেন। এই আমজাদের কারনে, স্থানীয়রা বিআরটিএর দুর্নীতিবাজ কর্মকর্তারা আরামে কাজ চালিয়ে যাচ্ছেন। তার মূল দোসর মনির এবং ইন্সপেক্টর জমির উদ্দিন গং রা মিডিয়া সাংবাদিক এবং প্রশাসন কে পাত্তাই দেয়, না।তাই এই সুবিধাবাদীদের বিরুদ্ধে ব্যাবস্থা না নিলে বিআরটিএ আরো হিংস্র ভাবে দূর্নীতি করতেই থাকবে।
ReplyForward
|