ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর শুরু ১০ জানুয়ারি

স্বাধীন বিনোদন ডেস্ক:

প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ)। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৮ জানুয়ারি শেষ হবে উৎসবটির ২৪তম আসর। ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটরিয়ামে এবার সিনেমাগুলোর প্রদর্শনী হবে। এছাড়া স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

উৎসবের আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এ বছর মোট আটটি বিভাগে ৯১টি দেশের ২৬৭টি সিনেমা নির্বাচিত হয়েছে। এই বিভাগগুলো হলো এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, ওমেন ফিল্মমেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম এবং ওপেন টি বায়োস্কোপ।

এ বছরও আয়োজন করা হয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওমেন ইন সিনেমা’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহযোগিতায় আগামী ১১ ও ১২ জানুয়ারি ঢাকা ক্লাবে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। বিশ্বের বিভিন্ন দেশের নারী নির্মাতা, অভিনেত্রী এবং চলচ্চিত্র পেশাজীবীরা এতে অংশগ্রহণ করবেন।

চতুর্থবারের মতো আয়োজন হতে যাচ্ছে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’। ১১ থেকে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত এই ল্যাবে এবার শুধু দক্ষিণ এশিয়ার নয়, সমগ্র এশিয়ার নির্মাতারা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়া গত দুই উৎসবের মতো এবারও থাকবে চীনা সিনেমার বিশেষ প্রদর্শনী।

বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের থ্রিডি আর্ট গ্যালারিতে চিত্রপ্রদর্শনীর আয়োজন থাকছে। প্রদর্শনীর কিউরেটরের দায়িত্বে থাকবেন শিল্পী লুতফা মাহমুদ।

চতুর্থবারের মতো আয়োজিত হবে মাস্টারক্লাস। এর আগে মাজিদ মাজিদি, অঞ্জন দত্ত, শি চুয়ান এবং রাশেদ জামানের মতো খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্বরা এতে অংশ নিয়েছেন। ২০২৬ সালের মাস্টারক্লাস ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। মাস্টারক্লাসে কোন নির্মাতারা অংশগ্রহণ করবেন—সেটি শিগগিরই ঘোষণা করা হবে।

এছাড়া উৎসব চলাকালীন বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আলোচনা, সেমিনার ও কাজের দিকনির্দেশনা বিষয়ক অনুষ্ঠানও আয়োজন করা হবে। এর ফলে দর্শকরা সিনেমা প্রদর্শনীর পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ ও শিল্প সম্পর্কে সমৃদ্ধ জ্ঞান অর্জন করতে পারবেন।

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রতি বছর দেশের সিনেমাপ্রেমী ও আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে নতুন মাত্রা যোগ করছে। ২৪তম আসরও আশা করা হচ্ছে, দর্শক ও চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *