প্রতিবেদক- ব্যুরো চিফ মোহাম্মদ হোসেন হ্যাপী।
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক জেলা পরিষদ সংলগ্ন রোডে মৌমিতা বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের একজন যাত্রী মোজাম্মেল {৫৫}নামক নিহত হয়েছেন। আহত হয়ে আরও তিন জন হাসপাতালে চিকিৎসাধীন।
সোমবার (৬ অক্টোবর) দুপুর ২টার দিকে জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
এদিকে নিহত আহত ঘটনায় দুর্ঘটনা কবলিত বাসসহ মৌমিতা পরিবহনের দুʼটি বাস ভাঙচুর করেছে বিক্ষুব্দ জনতা। বিকেল চারটার দিকেও সড়কে আগুন জ্বালিয়ে সড়কটি অবরোধ করে রাখতে দেখা যায় তাদের। কেউ কেউ বলছেন মৌমিতা লাইসেন্স, ফিটনেস বিহীন এবং এর আগে পরে অনেক সমস্যা করেছে মৌমিতা। পরে হঠাৎ প্রাকৃতিক বৃষ্টি কারনে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।