সাগর চৌধুরী ভোলা:
বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজধানীর কামরাঙ্গীরচরে কোরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) নূরিয়া মাদ্রাসা প্রাঙ্গণে (হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত মাদ্রাসা) এই দোয়া মাহফিলের আয়োজন করেন ঢাকা-৭ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সফল চেয়ারম্যান হাজী মোঃ মনির হোসেন।
অনুষ্ঠানে সদ্য সভাপতি, কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক চেয়ারম্যান, সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদ (বিলুপ্ত) এবং বর্তমান ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় এলাকাবাসী ও মাদ্রাসার শতাধিক ছাত্র দোয়া মাহফিলে অংশ নেন।
কোরআন খানি ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন কামরাঙ্গীরচর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন বাসার, হাজী আব্দুর রশিদ, বজলুর রহমান, আফতাব উদ্দিন বুদু, মোঃ সাইফুল ইসলাম, মোঃ ওসমানসহ স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মোঃ পারভেজ, হাজী সাইফুল ইসলাম, খায়ের উদ্দিন, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ সামির, মোঃ দ্বীন ইসলাম, মোঃ মাসুদ মোকাররম। পাশাপাশি এলাকার বিভিন্ন মসজিদ-মাদ্রাসার মৌলভী, ওলামায়ে কেরাম এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন নূরিয়া মাদ্রাসার হাফেজ ও আলেমরা।
দোয়া মাহফিল শেষে আয়োজক হাজী মোঃ মনির হোসেন বলেন,
“আমার নেত্রী, আমার মা—Mother of Democracy—সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা সবাই দোয়া করবেন। দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষের কাছে তাঁর সুস্থতার দোয়া চাই।”
তিনি আরও বলেন,
“জনগণের গণতান্ত্রিক অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় তারেক রহমান যে ভূমিকা রেখে চলেছেন, তার জন্যও বিশেষ দোয়া কামনা করছি।”
দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। কামরাঙ্গীরচর থানা বিএনপি এবং ৫৫, ৫৬ ও ৫৭ নং ওয়ার্ড বিএনপির সার্বিক ব্যবস্থাপনায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।