তরুণদের অংশগ্রহণই সবচেয়ে বড় পরিবর্তন আনবে: শিল্প উপদেষ্টা

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

দেশের বিচারব্যবস্থা ও আমলাতান্ত্রিক কাঠামোর মৌলিক সংস্কার ছাড়া গণতন্ত্রের ভিত মজবুত হবে না—এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। তার মতে, এই পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি হতে পারে তরুণ প্রজন্ম। তিনি বলেন, “সংস্কার প্রয়োজন বিচারব্যবস্থায়, আমলাতন্ত্রে এবং রাজনৈতিক সংস্কৃতিতে। এখানে তরুণদের অংশগ্রহণই সবচেয়ে বড় পরিবর্তন আনবে।”

রোববার (২৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত “জুলাই বিপ্লব ও গণতন্ত্রের অভিযাত্রা” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। এই সম্মেলনে দেশি-বিদেশি শিক্ষাবিদ, রাজনৈতিক বিশ্লেষক, ছাত্র ও নাগরিক সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আদিলুর রহমান বলেন, “শেখ হাসিনার সরকার পতনের পরও প্রশাসন, বিচার বিভাগসহ রাষ্ট্রের বহু স্তরে তার দোসররা এখনো সক্রিয়। তারা নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত, অস্থিরতা তৈরির পাঁয়তারা করছে। কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই—জুলাই বিপ্লবের চেতনায় তাদের আর ফিরতে দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় ছিল গুম, খুন, মিথ্যা মামলা, ধরপাকড়, নারী ও শিশুর ওপর দমন-পীড়নের এক কালো অধ্যায়। সেই অধ্যায় পেছনে ফেলে আমরা সামনে এগোতে চাই। কিন্তু এর আগে জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ শোধ করতে হবে—তাদের হত্যার বিচার হতেই হবে।”

তরুণদের উদ্দেশ্যে শিল্প উপদেষ্টা বলেন, “এই বিচার কেবল আদালতের নয়, এটি ন্যায়ের, নৈতিকতার, এবং ইতিহাসের দাবি। তরুণদেরকে আজ নীরব থাকা চলবে না। এই মুহূর্তে তাদের সরব, সক্রিয় এবং সংগঠিত হওয়া দরকার। বিচার ব্যবস্থায় যারা বিচারহীনতা কায়েম করেছে, তাদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমানুল্লাহ কবির, যুক্তরাষ্ট্রের গবেষক মারিয়া জেনকিন্স এবং ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক বিশ্লেষক জোসেফ কার্টার। সম্মেলনের আয়োজন করে ‘জুলাই সনদ ঐক্যমঞ্চ’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *