তারেক রহমানের পক্ষ থেকে আফনানের পরিবারকে সান্ত্বনা জানালেন রিজভী

স্বাধীন সংবাদ ডেস্ক:  

 

রাজধানীর পল্লবীতে মর্মান্তিকভাবে নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আফনান ফাইয়াজের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ শনিবার (২৬ জুলাই) সকালে আফনানের বাসায় গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও গভীর শোক প্রকাশ করেন।

রিজভী আহমেদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আফনানের পরিবারকে সমবেদনা জানান এবং বলেন, “মাইলস্টোনের এ হৃদয়বিদারক ঘটনার পর থেকে তারেক রহমান আপনাদের প্রতিটি খবর রাখছেন। তিনি অত্যন্ত মর্মাহত ও বিচলিত। আপনাদের কষ্টের সঙ্গে কিছুই তুলনীয় নয়। আমরা শুধু তার পক্ষ থেকে এসেছি, আপনাদের পাশে দাঁড়াতে।”

আফনানের বাবা আব্দুস সালাম এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন এবং রিজভীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিবারের সদস্যরা জানান, তারা এখনও এই মৃত্যুর ধাক্কা সামলে উঠতে পারেননি এবং আফনানের জন্য বিচার চান।

রিজভী আহমেদ আরও বলেন, “আফনান ফাইয়াজ ছিল অত্যন্ত মেধাবী এক ছাত্র। তার ভবিষ্যৎ ছিল উজ্জ্বল। আমরা মহান আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করি, যেন তিনি আফনানকে জান্নাতুল ফেরদৌস দান করেন।”

পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল নেতা ডা. সাব্বিরসহ ছাত্রদল ও বিএনপির আরও কয়েকজন নেতৃবৃন্দ।

এ সময় নেতারা আফনানের মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তারা বলেন, “এই হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আশা করি, সরকার নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় আনবে।”

প্রসঙ্গত, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আফনান ফাইয়াজের মৃত্যু নিয়ে রাজধানীজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ক্ষোভ ও বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন নাগরিক সমাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *