তারেক রহমানের পক্ষ থেকে ৬ বছরের প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার

স্বাধীন সংবাদ ডেস্ক: 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৬ বছরের প্রতিবন্ধী শিশু জিসানকে একটি হুইলচেয়ার উপহার দিয়েছে শালিখা উপজেলা বিএনপি। শিশুটির পরিবারের হাতে উপহার তুলে দেওয়ার সময় ঘটনাস্থলে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (১৩ অক্টোবর) বিকেলে শালিখা উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এই হুইলচেয়ারটি তুলে দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিনটন মুন্সী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপহার প্রদান অনুষ্ঠানে নয়ন বলেন, “তারেক রহমানের পক্ষ থেকে আমরা শুধু জিসান নয়—এই দেশের প্রতিটি অসহায় মানুষের পাশে থাকতে চাই। আজকের এই হুইলচেয়ার হয়তো সামান্য একটি সহযোগিতা, কিন্তু এর মাধ্যমে আমরা একটি বার্তা দিতে চাই—বিএনপি জনগণের দল, জনগণের পাশে আছে।” তিনি আরও যোগ করেন, “শুধু আজ নয়, ভবিষ্যতেও জিসানের পরিবারের পাশে বিএনপি থাকবে। দেশের যে প্রান্তেই প্রয়োজন, আমরা চেষ্টা করছি অসহায় ও দুঃখী মানুষের জন্য কিছু করার।”

নয়ন বলেন, “তারেক রহমানের নির্দেশনায় বিএনপির নেতাকর্মীরা দেশের প্রত্যন্ত অঞ্চলে গরিব ও অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে। আমরা বিশ্বাস করি—এই ভালোবাসা ও মানবিকতার রাজনীতি জনগণ বুঝে, এবং আগামী নির্বাচনে তারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের প্রতিটি মানুষের অধিকার ও স্বার্থ রক্ষা করা হবে।”

জিসানের বাবা-মা বলেন, “আমাদের ছেলেটি হাঁটতে পারে না, প্রতিদিন অনেক কষ্ট করে তাকে কোলে করে নিয়ে যেতে হয়। হুইলচেয়ার পেয়ে আমরা যেন নতুন জীবন পেলাম। এই উপহার শুধু একটা চেয়ার নয়—এটা আমাদের সন্তানের চলাফেরার নতুন আশার আলো।”

শালিখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লিনটন মুন্সী বলেন, “আমরা রাজনৈতিক দল হিসেবে শুধু ভোটের সময় নয়, প্রতিদিন মানুষের দুঃখ-দুর্দশার সময় পাশে থাকতে চাই। আজকের এই উদ্যোগ তারেক রহমানের মানবিক নেতৃত্বেরই প্রতিফলন।”

এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক, ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় বিএনপির জ্যেষ্ঠ নেতারা। তারা বলেন, বিএনপির মূল শক্তি হলো জনগণ, আর এই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা বিএনপির রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ অংশ।

অনুষ্ঠান শেষে জিসানের পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। শিশু জিসানকে হুইলচেয়ারে বসিয়ে আনন্দে ভরপুর ছিল চারপাশ। উপস্থিত জনতা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।

👉 এ ধরনের মানবিক উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা ছড়াচ্ছে বলে মনে করেন স্থানীয়রা। তাদের ভাষায়, “মানুষের পাশে দাঁড়াতে পারাটাই একজন নেতার প্রকৃত পরিচয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *