স্বাধীন বিনোদন ডেস্ক:
বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান বছর কয়েক আগে অভিনয়কে বিদায় জানান। সম্প্রতি তিনি সংগীত থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন। সেই সময় তাহসান ঘোষণা করেছিলেন—আর গান করবেন না এবং নিজের মতো করে সময় কাটাবেন।
এক সাক্ষাৎকারে তাহসান তখন বলেছিলেন, “তিনটা গান বানানো আছে। কিন্তু আর রিলিজ করব না। পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গানটি হয়তো শুধু প্রকাশিত হবে। তারপর শেষ—আর কোনো নতুন গান প্রকাশ করব না।” তার কথার প্রতিফলন ঘটেছে এবার, যখন তিনি শেষ গানটি প্রকাশ করলেন।
শনিবার (১৮ অক্টোবর) তাহসানের জন্মদিনে প্রকাশ পেয়েছে তার শেষ গান ‘প্রাকৃতিক’। গানটি তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মে শোনা যাচ্ছে।
‘প্রাকৃতিক’ গানটি প্রথমবার সঙ্গীতপ্রেমীদের কাছে আসে ২০০৩ সালে, ব্যান্ড ব্ল্যাকের জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’-এ। সেই সময় গানটির কণ্ঠদান করেছিলেন জন কবির এবং তাহসান খান। গানটি তরুণ প্রজন্মের আবেগের প্রতীক হিসেবে পরিচিতি লাভ করেছিল—বিশ্ববিদ্যালয়ের প্রেম, বিচ্ছেদ এবং স্মৃতির সঙ্গে জড়িত মৃদু আবেগের প্রতিফলন হিসেবে।
আজ, ২২ বছর পর সেই গান ফিরেছে নতুন সংগীতায়োজনে, এক নতুন রূপে এবং তাহসানের একক কণ্ঠে। গানটির কথা ও সুর অপরিবর্তিত রাখা হয়েছে, তবে সংগীতায়োজনে যুক্ত হয়েছে সময়োপযোগী যন্ত্রসংগীত ও সমৃদ্ধ সাউন্ড ডিজাইন।
এটি প্রকাশিত হয়েছে পোরসেলিনা ব্যানারে, এবং পোরসেলিনা তাহসানস প্লেলিস্ট প্রকল্পের শেষ গান হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তাহসানের গাওয়া জনপ্রিয় গানগুলো নতুনভাবে উপস্থাপন করা হয়েছিল।
তাহসানের শেষ এই গান শোনা মাত্রই নেটিজেনরা আবেগপ্রবণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। অনেকে এটিকে তার দীর্ঘ শিল্পজীবনের এক সমাপ্তি এবং স্মৃতিমূলক এক সংযোজন হিসেবে স্বাগত জানিয়েছেন।