মোঃ আনজার শাহ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়নসহ ১১ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানের লেকশোর ইন হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসাইনসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
অন্যদিকে, কূটনৈতিক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, ফ্রান্স, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ডেনমার্ক, সুইডেন, অস্ট্রেলিয়া, জাপান, কোরিয়া এবং ইউরোপীয় ইউনিয়নসহ মোট ১১টি দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা।
বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার ইস্যু এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা হয় বলে জানা গেছে।
সূত্র জানায়, বিএনপি প্রতিনিধি দল বিদেশি কূটনীতিকদের সামনে বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দলটির নেতারা নির্বাচনে আন্তর্জাতিক তত্ত্বাবধান ও গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্ব দেন।
বৈঠক শেষে উভয় পক্ষের কেউই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। তবে কূটনৈতিক মহলে এই বৈঠককে নির্বাচনপূর্ব রাজনৈতিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।