মোঃ সাইফুর রহমান সাইফুল:
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মহিলা বিষয়ক সহ-সম্পাদিকা ডাঃ লুসি খান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ব্যানারে ধানের শীষ প্রতীকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নির্বাচন করবেন—এমন সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। নারী নেতৃত্বে তুমুল জনপ্রিয়তায় থাকা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এই নেত্রী হঠাৎ কেন তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন এবং নির্বাচন থেকে সরে এলেন—এমন প্রশ্নে মুঠোফোনে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে চূড়ান্তভাবে দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে। তাই আমি, ডাঃ লুসি খান, দলের প্রতি গভীর আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে এবং দলীয় সিদ্ধান্তকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আমার প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করেছি।
দলের বৃহত্তর স্বার্থ ও ঐক্যের প্রতি সম্মান জানিয়ে আমি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে পূর্ণ সমর্থন ঘোষণা করছি এবং আমার সকল শুভানুধ্যায়ী, সহকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানাই—আসুন, আমরা সবাই ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এবং দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে তারেক জিয়ার হাতকে আরও শক্তিশালী ও বেগবান করি। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এক থাকি, ধানের শীষে ভোট দিই।
সময়ের এই ক্রান্তিলগ্নে জাতীয় দুর্ভোগ লাঘবে এবং দেশ গঠনে ধানের শীষ প্রতীকের মাধ্যমে অধিকারবঞ্চিত জনগণের প্রত্যাশা পূরণে শতভাগ নিজেকে নিয়োজিত রেখে জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এছাড়াও তিনি দলীয় চেয়ারপারসন ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।