মোঃ আরফাতুল ইসলাম:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রবাসেও নেমে এসেছে গভীর শোকের আবহ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তাঁর স্মরণে দোয়া মাহফিল ও শোকসভা আয়োজন করেছে দুবাই বিএনপি।
মঙ্গলবার ৩০ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম রফিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মজিবুল হক মঞ্জুর সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে খতমে কুরআন পাঠ ও বিশেষ দোয়া পরিচালিত হয়।
অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা দেশনেত্রীর রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবিস্মরণীয় ভূমিকা এবং দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, সিনিয়র সদস্য আলহাজ্ব লোকমান হোসেন, শহিদুল্লাহ শহীদ, সেলিম আজাদ মুন্না, মোস্তফা চৌধুরী, দিদারুল আলম, এরশাদ ঠিকাদারসহ দুবাই বিএনপি আওতাধীন বিভিন্ন ইউনিট কমিটির নেতা-কর্মীরা।
শোক, শ্রদ্ধা ও দোয়ার মধ্য দিয়ে দুবাইয়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিল ও শোকসভা সফলভাবে সম্পন্ন হয়।