হাসান আলী:
৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে “মাদকমুক্ত দেবিদ্বার উপজেলা চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেবিদ্বারে মাদকবিরোধী র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গোমতী মাদক বিরোধী ও সমাজ উন্নয়ন সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রায়হানুল ইসলাম।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস. এম. ইমরান হাছানের নেতৃত্বে র্যালিতে আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাউসার মোল্লা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শাহ জামান মুন্সী, আবু বকর সিদ্দিক, মোঃ এমরান হোসেন, মোঃ বাতেন সরকার, মোঃ মুছা সরকার, মোঃ রুবেল মাস্টার, মোঃ ইব্রাহীম খলিল, মোঃ আব্দুল আলিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিয়াম ইসলাম, সাদেক হোসেন মাহিন, কাউসার আহমেদ, জালাল হোসেন কাজল, আশিক নিজামী, নিরব মোল্লা, মোঃ আইয়ুব আলী, ওমর ফারুক, মোঃ রুহুল আমিন, আল-আমিন, ওলি উল্লাহ, ইমরান ভুঁইয়া সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালি শেষে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।