দেশনেত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

স্বাধীন বিনোদন ডেস্ক: 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন দেশের রাজনৈতিক, সামাজিক এবং শোবিজ জগতের বিভিন্ন মানুষ। বিশেষ করে চলচ্চিত্র ও সঙ্গীত জগতের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম জিয়ার ছবি পোস্ট করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন।

ঢালিউড মেগাস্টার শাকিব খান তার ফেসবুক পেজে লিখেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।” চিত্রনায়িকা অপু বিশ্বাস লিখেছেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইলো। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে মানুষের হৃদয়ে লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।”

চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার বিদেহী আত্মা চিরশান্তিতে থাকুক। আমিন।” একইভাবে নুসরাত ফারিয়া শোক প্রকাশ করে লিখেছেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস দান করুন।”

অন্যদিকে, অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তার নেতৃত্ব ও জনসেবা বাংলাদেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব রেখেছে। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত দান করুন।”

নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ শোকবার্তায় বলেন, “বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীকের বিদায়। বিদায় আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আল্লাহ আপনাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।” নির্মাতা রেদওয়ান রনি লিখেছেন, “খালেদা জিয়ার প্রয়াণের মধ্য দিয়ে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটলো। তার আদর্শ ও নেতৃত্ব এ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে প্রভাবিত করেছে।”

নির্মাতা আশফাক নিপুন লিখেছেন, “আল্লাহ আপনাকে জান্নাত নসিব করুন। আপনি ছিলেন ধৈর্য, আভিজাত্য এবং হার না মানার এক অনন্য প্রতীক; এমনকি প্রতিপক্ষের অমানবিক আচরণের মুখেও আপনি দমে যাননি। এই জাতি আপনাকে সবসময় গর্বের সাথে মনে রাখবে।”

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা শোকবার্তায় উল্লেখ করেন, “খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের শক্তি, ধৈর্য ও নেতৃত্বের প্রতীক। প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তিনি জেল-জুলুম সহ্য করেছেন কিন্তু কখনো দেশ ছেড়ে যাননি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তার অবদান কখনও ভোলা সম্ভব নয়।”

সঙ্গীতশিল্পী কনক চাপা লিখেছেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া। আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন।”

এছাড়া আশনা হাবিব ভাবনা, চিত্রনায়ক সিয়াম আহমেদ, চিত্রনায়িকা পূজা চেরি, আরশ খান, রুকাইয়া জাহান চমক প্রভৃতি তারকারাও ফেসবুকে শোক প্রকাশ করে বেগম জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।

বেগম খালেদা জিয়া শুধু রাজনৈতিক নেত্রীই ছিলেন না; তার জীবন ও সংগ্রাম বাংলাদেশের আধুনিক রাজনৈতিক ইতিহাসের এক অমোচনীয় অংশ। তার অবদান, সাহস, ধৈর্য এবং দেশের জন্য অনন্য ত্যাগ আগামী প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হিসেবে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *