দৈনিক মাতৃভূমি প্রকাশক মোহাম্মদ রেজাউল করিমের ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ চুরি, মতিঝিল থানায় সাধারণ ডায়েরি

স্টাফ রিপোর্টার: 

রাজধানীর মতিঝিল এলাকায় চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে। দৈনিক মাতৃভূমি পত্রিকার প্রকাশক এবং রোজ খবর পটলের সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রেজাউল করিমের প্রায় ২ লক্ষ টাকা ভর্তি ব্যাগ চুরি হয়ে গেছে। ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার (তারিখ উল্লেখ করুন) বিকেল আনুমানিক পাঁচটার দিকে মোহাম্মদ রেজাউল করিম বাংলা রেস্টুরেন্টে খাবারের সময় বসেছিলেন। খাবারের সময় তার পাশে থাকা চেয়ারে ব্যাগটি রাখা হয়েছিল। শঙ্কিত হলেও কিছুক্ষণের জন্য নজর না দিলে অজ্ঞাতনামা চোর বা চোরচক্র সেই সুযোগ নিয়ে ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।

মোহাম্মদ রেজাউল করিম নিজে জানান,

“ব্যাগে প্রায় দুই লক্ষ টাকা রাখা ছিল। আমি খাবার খেতে বসেছিলাম এবং কিছুক্ষণের জন্য ব্যাগটি পাশে রেখে দিয়েছিলাম। এ সময় কেউ চুপিচুপি ব্যাগটি নিয়ে চলে গেছে। বিষয়টি জানার পর আমি সঙ্গে সঙ্গে মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছি এবং ব্যাগ উদ্ধারের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।”

মতিঝিল থানার এক পুলিশ কর্মকর্তা বলেন,

“ব্যক্তিগত মালামাল চুরি সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। এখন ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজসহ অন্যান্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে যাতে দ্রুত এই চুরি ঘটানোর সঙ্গে যুক্ত দোষীদের শনাক্ত করা যায়।”

স্থানীয় ব্যবসায়ী ও রেস্টুরেন্টটির কর্মচারীরা জানান, ওই সময়ে রেস্টুরেন্টে অনেকেই ছিল। চোর বা চোরচক্রের হঠাৎ এমন কাজ সবাইকে চমকে দিয়েছে। কেউ কেউ বলেন,

“মো. রেজাউল করিম একজন পরিচিত সাংবাদিক ও সমাজসেবক। এমন ঘটনায় আমরা সবাই হতবাক।”

বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, নগদ অর্থ বহন করার সময় সর্বদা সতর্ক থাকা উচিত।

“ব্যাগ বা মূল্যবান জিনিসগুলি সবসময় চোখের সামনে রাখা এবং নিরাপদ স্থানে রাখাই উত্তম। রেস্টুরেন্ট, বাজার বা জনসমাগম স্থানে ব্যাগ অরক্ষিত রাখা বিপজ্জনক।”

অন্যদিকে, সাংবাদিক ও সমাজকর্মীরা ঘটনার দ্রুত সমাধান ও চুরি যাওয়া অর্থ উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ ঘটনায় মতিঝিল থানার পুলিশ আরও জানিয়েছেন যে, তারা আশাবাদী যে শীঘ্রই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও অন্যান্য প্রমাণের মাধ্যমে চুরির ঘটনায় জড়িত দোষীদের শনাক্ত করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *