স্বাধীন সংবাদ ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠনই আমাদের প্রধান লক্ষ্য। তিনি জানান, কেউ আমাদেরকে ‘চিলড্রেন পার্টি’ বললেও আমরা ধৈর্য্য সহকারে জনগণকে সঙ্গে নিয়ে সংসদে যাব। দুই বছর লাগুক বা বিশ বছর লাগুক, ইনশাআল্লাহ একদিন আমরা একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করব। একদিনে সব কিছু হয় না, কিন্তু নিশ্চিতভাবে একদিন তা সম্ভব হবে।
এ মন্তব্য তিনি শুক্রবার রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী এলাকায় ‘উঠানে রাজনীতি’ শীর্ষক মতবিনিময় সভায় করেন। সভায় তিনি দেশের রাজনৈতিক ও নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, বিগত ১৬ বছরে বিএনপি ও জামায়াতের সদস্যরা সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছেন। তবে পাঁচ আগস্টের পর এই দুই দলের পক্ষ থেকে এই বিষয় নিয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। যারা এই ধরনের গুম খুনে জড়িত, তাদের বিষয়ে তারা মুখ খুলছে না।
তিনি আরও বলেন, দেশের নির্বাচনের নামে অনেক প্রহসন করা হয়েছে। জনগণের সঙ্গে তামাশা হয়েছে। এমনকি কিছু এলাকায় মৃত ব্যক্তির ভোটার আইডি কার্ড ব্যবহার করা হয়েছে। আগের রাতে কালো টাকা দিয়ে ভোটার আইডি কার্ড ক্রয় করা হয়েছে। জনগণকে এসব বিষয়ে সচেতন এবং প্রতিবাদী হতে হবে।
হাসনাত আব্দুল্লাহ সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে দালালমুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি জানান, রাজনৈতিক দলের কিছু কর্মী ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে দালালি করছে, যা অনুমোদনযোগ্য নয়। সরকারি নির্ধারিত ফি’র বাইরে কেউ কোনো ঘুষ দেবে না, তা নিশ্চিত করতে হবে।
এদিন হাসনাত আব্দুল্লাহ দলের কর্মী ও নেতাদের সঙ্গে একাধিক পথসভা, গণসংযোগ এবং উঠান বৈঠকে অংশগ্রহণ করেন এবং তাদের সঙ্গে ভবিষ্যতের নির্বাচনী পরিকল্পনা ও গণসংযোগ নিয়ে আলোচনা করেন।