মোঃ আব্দুল মজিদ নওগাঁ:
আজ দুপরে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান বলেন, গত ৩ জানুয়ারি রাত ৮ টায় দোকান থেকে বাড়ি যাওয়ার পথে
নওগাঁর ধামইরহাট উপজেলার ব্যবসায়ী মোঃ নুর ইসলাম (৫১) গত ৩ জানুয়ারি রাত ৮টায় ছিনতাইয়ের শিকার হন। দোকান থেকে বাড়ি ফেরার পথে বদলগাছী থানাধীন মথুরাপুর ইউনিয়নের জাবারীপুর তিন মাথার মোড় বটতলীতে ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে থামায়। তারা তার কাছ থেকে নগদ ৩৭,১৮০ টাকা, একটি ১০০ সিসি মোটরসাইকেল এবং একটি স্মার্টফোন ছিনতাই করে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে বদলগাছী থানায় একটি মামলা (নম্বর-১৪, তারিখ-১৪/০১/২০২৫) দায়ের করেন। মামলার পর পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম-এর তত্ত্বাবধানে অভিযান শুরু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ গাজিউর রহমান পিপিএম-এর নেতৃত্বে এবং মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালের সমন্বয়ে একটি চৌকস দল অভিযানে অংশ নেয়। দলটি নওগাঁ, বগুড়া, জয়পুরহাট এবং গাইবান্ধার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৭ আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিরা:
১. পলাশ কুমার পাহান (২৬),
২. শতদল কুমার বসাক (৩৯),
৩. মোঃ রাসেল হোসেন (৪২),
৪. মোঃ আজু হোসনে (২৭),
৫. মোঃ শফিকুল ইসলাম ওরফে শাকিল (৩৬),
৬. রাসেদ মিয়া (২৬),
৭. মোঃ ইফ আলী (২২)।
উদ্ধারকৃত মালামাল:
বাজাজ ১০০ সিসি চোরাই মোটরসাইকেল ১টি,
স্যামসাং স্মার্টফোন ২টি,
নগদ টাকা ১৫,০০০/-,
পুলিশ পরিচয়ে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন,
একটি ওয়াকিটকি সেট,
অস্ত্রের ন্যায় প্লাস্টিকের খেলনা পিস্তল
বিভিন্ন চোরাই সরঞ্জাম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া মোটরসাইকেল, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া বিভিন্ন সরঞ্জামসহ চোরাই কাজে ব্যবহৃত সামগ্রীও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। পুলিশের এই সফল অভিযানে নওগাঁ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো।