নতুন করে হত্যা মামলায় গ্রেফতার মেনন-আতিক-পলক

স্বাধীন সংবাদ ডেস্ক:

 

রাজধানীর বনানী থানায় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মো. শাহজাহান নামে এক ব্যক্তির হত্যা মামলায় বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী, গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত।

বুধবার (৮ অক্টোবর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এই তথ্য নিশ্চিত করেন।

সকালেই কারাগার থেকে আসামিদের আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. ইয়াছির আরাফাত আদালতে তাদের বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালতে হাজিরকালে চার আসামির প্রত্যেকের মাথায় হেলমেট এবং বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরা ছিল।

মামলার এজাহার অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ১৯ জুলাই ঢাকার এক কারখানার কর্মী মো. শাহজাহান বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করছিলেন। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মিছিলে গুলি চালান। ঘটনায় শাহজাহান বুকে ও পেটে দুইটি গুলিবিদ্ধ হন এবং চার দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

এই হত্যাকাণ্ডের পর ভিকটিমের মা সাজেদা ১৮ ডিসেম্বর বনানী থানায় মামলা দায়ের করেন, যেখানে ৯৭ জনকে আসামি করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলন ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেফতারের নির্দেশ হত্যাকাণ্ডের জড়িত রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে আইনের অগ্রগতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *