স্বাধীন সংবাদ ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, যারা কথায় কথায় দেশপ্রেমের বুলি আওড়ায় কিন্তু ১৫ বছর ধরে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে, মানুষ হত্যা করেছে, গুম করেছে—ছাত্রশিবির তাদের মতো দেশপ্রেম চায় না। তিনি বলেন, ছাত্রশিবির এমন এক বাংলাদেশ গড়তে চায় যেখানে জুলুম-নির্যাতন, দুর্নীতি ও লুটপাট থাকবে না।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজে ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখা ও শহর শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে দুর্নীতি, লুটপাট, অন্যায়-অবিচারের কোনো স্থান থাকবে না। ছাত্রশিবির মানুষের মধ্যে প্রকৃত দেশপ্রেম তৈরি করতে চায়—যেখানে নাগরিক অধিকার নিশ্চিত হবে, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।”
তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ছাত্রশিবিরে যোগ দেওয়া বাধ্যতামূলক নয়। কিন্তু শিবির সম্পর্কে জানতে তোমাদের পড়াশোনা করা উচিত। শিক্ষক-অভিভাবকরা কিছু পরামর্শ দেবেন, কিন্তু আসল কাজটা করতে হবে নিজেরাই। তোমরাই নতুন বাংলাদেশের কাণ্ডারি হবে।”
ছাত্রশিবির সভাপতি আরও বলেন, “ছাত্রশিবির শুধু স্বপ্ন দেখায় না, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য লক্ষ্য ঠিক করে দেয়, দিকনির্দেশনা দেয় এবং পাশে থেকে কাজ করে। ভবিষ্যৎ প্রজন্মকেই ন্যায়ের সমাজ গঠনের দায়িত্ব নিতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “ছাত্রশিবিরকে নারীবিদ্বেষী সংগঠন হিসেবে উপস্থাপন করা হয়—এটা সম্পূর্ণ মিথ্যা ও বিদ্বেষপূর্ণ প্রচারণা। ইসলাম যেমন নারীর অধিকারকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে, ছাত্রশিবিরও তেমনি ছাত্রী সদস্যদের সমান গুরুত্ব দিয়ে থাকে।”
জাহিদুল ইসলাম বলেন, “ছাত্রশিবির শুধু মুসলিম নয়, হিন্দু ভাই-বোনসহ সব ধর্ম-বর্ণের মানুষের পাশে থেকেছে এবং থাকবে। সংখ্যালঘুদের অধিকারের প্রশ্নে ছাত্রশিবির সব সময় ইতিবাচক ভূমিকা রেখেছে। এটি একটি মানবিক ও দায়িত্বশীল ছাত্রসংগঠন।”
তিনি নবীন শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তোমাদের ভেতর থেকেই বেরিয়ে আসবে নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের সৈনিক।”
ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা সরকারি কলেজ শাখার সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মাসুদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক নোমান হোসেন নয়ন, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি সহযোগী অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন বুয়েটের মেধাবী শিক্ষার্থী ইরফান হাসান সাকিব, শহর শিবিরের সভাপতি আল মামুন, শহর শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক হাবিবুর রহমান, শহর শিবিরের সেক্রেটারি মেহেদী হাসান এবং নবীন শিক্ষার্থীদের প্রতিনিধি শানজিন নাহার শুভ ও তাসনিম আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগীয় প্রধান মো. মিয়ারাজ হোসাইন, ইংরেজি বিভাগীয় প্রধান ড. শাহিনুর রহমান, কলেজের উপাধ্যক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নবীন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার, নৈতিকতা ও দেশপ্রেম নিয়ে নানা বিষয় তুলে ধরেন বক্তারা।
বক্তারা বলেন, দেশের ইতিহাসে ছাত্র আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই বর্তমান প্রজন্মকে আদর্শিকভাবে গড়ে তোলা এবং নেতৃত্বের জন্য প্রস্তুত করা জরুরি।