নতুন রূপে সেজেছে টেকনাফ মডেল থানা, দায়িত্বে ওসি গিয়াস উদ্দিন

মো. সোহেল চৌধুরী:

কক্সবাজারের টেকনাফ মডেল থানা ফিরে পেয়েছে এক নতুন সাজ। থানা প্রাঙ্গণজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ।

গত ১৪ জুলাই সকাল থেকে থানা আঙ্গিনায় দেখা গেছে ব্যস্ত সময় পার করছেন পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মীরা। কেউ দেওয়ালে দিচ্ছেন নতুন রঙের পরত, কেউ বা থানা চত্বরের ঘাস ছেঁটে সাজাচ্ছেন চারপাশ। আবার কেউ নেমেছেন ময়লা-আবর্জনা পরিষ্কারে।

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া এক কর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, এই উদ্যোগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিনের নির্দেশে নেওয়া হয়েছে। পুরো কার্যক্রমের দায়িত্বে রয়েছেন এসআই ননি বড়ুয়া।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর থানা প্রাঙ্গণে এমন পরিবর্তন এবং সচেতন প্রয়াস সত্যিই প্রশংসনীয়। তারা আশা করছেন, এই নতুন রূপের সঙ্গে থানার কার্যক্রমেও আরও গতিশীলতা ও জনবান্ধবতা যুক্ত হবে।

ওসি গিয়াস উদ্দিন বলেন, “থানাকে শুধু সেবাদান কেন্দ্র নয়, একটি মানবিক ও পরিচ্ছন্ন পরিবেশ হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। থানায় আগত প্রত্যেকের যেন ইতিবাচক অভিজ্ঞতা হয়, সেদিকেই আমরা নজর দিচ্ছি।”

এই উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেছেন, পুলিশ যদি এমন জনমুখী ভাবনায় এগিয়ে চলে, তবে জনগণের আস্থা আরও দৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *